অখিল মন্তব্যে উত্তপ্তু বিধানসভা। রাষ্ট্রপতির সম্পর্কে রাজ্যের মন্ত্রীর কুমন্তব্যের প্রেক্ষিতে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবির। আজ বিধানসভায় ওই মন্ত্যব্যের বিরোধিতায় মুলতুবি প্রস্তাব আনেন গেরুয়া শিবিরের বিধায়করা। তবে তা খারিজ করে দেওয়া হয়। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে, নন্দীগ্রামের এক সভা থেকে দেশের রাষ্ট্রপতির সম্পর্কে কুমন্তব্য করেছিলেন অখিল গিরি। তারপরে তিনি জানান, এই মন্তব্যের জন্য অনুতপ্ত তিনি, রাষ্ট্রপতিকে ব্যক্তি আক্রমণের ইচ্ছে ছিল না বলেও জানিয়েছিলেন। ঘটনার পরেই তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল দলের অবস্থান। জানানো হয়েছিল রাজ্যের মন্ত্রীর মন্তব্য নিন্দনীয়। অখিল মন্তব্যের বিরোধিতায় রাজ্য জুড়ে প্রতিবার বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। বিধায়কের মন্তব্যের জন্য ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অখিল মন্তব্যের জেরে ফের আজ উত্তপ্ত বিধানসভা। অখিল গিরির মন্তব্যের বিরোধিতায় আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বখাস্ত করার দাবিও তোলেন বিজেপি বিধায়করা। তবে তা খারিজ করে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, আলোচনা করতে চাওয়া হলেও, আলোচনা করা হয়নি। তারপরেই বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।