কলকাতা

শিয়ালদা থেকে উদ্ধার ভিন রাজ্যের তরুণীর গলাকাটা দেহ

শিয়ালদা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভিন রাজ্যের তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মৃতার নাম অঞ্জলী কুমারী। বয়স ১৮। তাঁর বাড়ি বিহারের মধুবনীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা করাতে ওই তরুণী কলকাতাতে এসেছিলেন। থাকতেন শিয়ালদা ব্রিজের কাছে। সেখান থেকেই উদ্ধার হয়েছে গলাকাটা দেহ। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। ঘটনা গত সোমবার রাতের। এন্টালি থানা সূত্রে খবর, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে ৩ জনের বিরুদ্ধে। তবে কেন খুন (MURDER), তা জানা যায়নি এখনও। ওই তরুণীকে অন্যত্র খুন করে তাঁর দেহ ফের এই অঞ্চলে রেখে যাওয়ার ঘটনাও ঘটে থাকতে পারে। স্থানীয়দের দাবি, এই অঞ্চলে তরুণী থাকতেন তা কেউ জানতেন না। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।