দেশ

‘এত সুপারফাস্ট নিয়োগ, ভাবাই যায় না’, অরুণ গোয়েল প্রসঙ্গে প্রশ্ন সুপ্রিমকোর্টের

নির্বাচন কমিশনার পদে অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে কেন্দ্রকে চাচাছোলা ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের কাছে সর্বোচ্চ আদালত জানতে চেয়েছে, এমন কী পরিস্থিতি তৈরি হল, যে কারণে নির্বাচন কমিশনার পদে তাড়াহুড়ো করে অরুণ গোয়েলকে নিয়োগ করা হয়েছে?  যে পদে অরুণ গোয়েলকে নিয়োগ করা হয়েছে, সেটা গত ১৫ মে থেকে শূন্য ছিল। আর অরুণ গোয়েল যেদিন ভিআরএস নিলেন, সেদিনই তাঁকে শূন্য়পদে নিয়োগ করা হয়। এত সুপারফাস্ট নিয়োগ তো কস্মিন কালে দেখা যায়নি।