Posted onAuthorবঙ্গনিউজComments Off on প্রয়াত বেলারুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকে
প্রয়াত বেলারুশের বিদেশমন্ত্রী ভ্লাদিমির মাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। গতকাল রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বেলারুশ সরকার। ২০১২ সাল থেকে ওই পদে ছিলেন তিনি। আগামী দুদিনের মধ্যে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর।