দেশ

উত্তরপ্রদেশের স্কুলে নামতা বলতে না পারায় শাস্তি হিসাবে ছাত্রের হাতে ড্রিল চালালেন শিক্ষক

নামতা বলতে পারেনি ছাত্র। আর তার জন্য শাস্তি হিসেবে নয় বছরের পড়ুয়ার হাতে ড্রিল মেশিন চালালেন শিক্ষক। এমনই গুরুতর অভিযোগ উঠল কানপুরের একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অনুজ একজন চুক্তিভিত্তিক শিক্ষক। অভিযোগ, ওই ছাত্রকে নামতা পড়তে বলেছিলেন। কিন্তু, সে বলতে পারেনি। এরপরেই তার হাতে ড্রিল মেশিন চালিয়ে দেন ওই শিক্ষক। ঘটনার সময় অন্য একজন ছাত্র ড্রিল মেশিনের প্লাগ খুলে দিলে ওই ছাত্র বড়সর বিপদের হাত থেকে রক্ষা পায়। কিন্তু তার হাতে বেশ বড় ক্ষত তৈরি হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। আক্রান্ত ছাত্র জানিয়েছে, সে নামতা বলতে না পারায় শিক্ষক তার হাতে ড্রিল মেশিন চালিয়ে দিয়েছিলেন। তখন তার সহপাঠী কৃষ্ণ ড্রিল মেশিনের প্লাগ খুলে দেয়। ওই ঘটনায় বাঁ হাতে আঘাত পেয়েছে ছাত্রটি। তাকে চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়।