কলকাতা

আজ উষ্ণতম দিন! ডিসেম্বরে রেকর্ড গড়ল তাপমাত্রা

ডিসেম্বর মাসে ১৫ থেকে ৩১ এর মধ্যে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে তাপমাত্রা। বড়দিনের পর শীতের ভাঁড়ারে এমন টান যে ডিসেম্বরেও ঝরছে ঘাম।  যেখানে সাধারণত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৩ ডিগ্রির আশপাশে। কিন্তু, সেখানে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬ শতাংশ। বুধবার থেকে বড় হাওয়া বদলের সম্ভাবনা রাজ্যে। গরম সামান্য কমে, আসবে ঠান্ডার আমেজ। আগামীকাল থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দ্রুত পারা পতনের সম্ভাবনা। ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। তবে এখনও স্থিতু হওয়ার সম্ভাবনা নেই শীতের।