দেশ

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, মৃত ২, আহত ৪

নতুন বছরেই জম্মু-কাশ্মীরে রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন দুই জন। হামলায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। আহত চারজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তারা এলাকা ঘিরে ফেলেছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।  জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, রাজৌরির দাংরি এলাকায় রবিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় জঙ্গিদের একটি দল অতর্কিতে হামলা চালায়। হামলায় দুইজন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় আহত চার। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ঘাতক জঙ্গিদের খুঁজতে শুরু হয়েছে চিরুণী তল্লাশি। হতদের পরিচয় এখনও জানা যায়নি। জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহানির্দেশক মুকেশ সিং জানিয়েছেন, রাজৌরির দাংরি এলাকায় কয়েকজন জঙ্গি একটি গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে দুই সাধারণ কর্মীর মৃত্যু হয়। ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের ধরতে শুরু হয়েছে তল্লাশি