কলকাতা

দুর্গাপুজোর অনুদান ১৫ হাজার টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন ভিআইপি গেট তুলে দিতে পরামর্শ

পুজোর আগেই বড় ‘উপহার’, ২৫ হাজার টাকা করে অনুদান মুখ্যমন্ত্রীর, বিদ্যুৎ-এর বিলে ২৫ শতাংশ ছাড়

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সরকারি অনুদানের পরিমাণ বাড়ানোর কথা। বিশেষ সুবিধে পাবে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলি। কারণ, ২৫ হাজারের পাশাপাশি পুলিশের তরফেও আরও ৫ হাজার টাকা দেবে অনুদান পাবে তারা। উপরন্তু ইনকাম ট্যাক্সও দিতে হবে না। সরকারি অনুদানের পরিমাণ বাড়িয়ে শুধু পুজো কমিটিগুলিকেই সুখবর দেননি মুখ্যমন্ত্রী। বিদ্যুত বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘বিদ্যুত বিলে ২৫ শতাংশ ছাড় দেবে সিইএসসি ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ।’ এর সঙ্গে পুরসভা ও দমকল কর নেওয়া হয় না বলেও মনে করিয়ে দেন মমতা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী জানান, বিজ্ঞাপনের করও নেয় না রাজ্য সরকার। দরকারে বিজ্ঞাপনের ব্যবস্থাও করে দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষদের জন্য রয়েছে আরও এক সুখবর। দুর্গাপুজো মণ্ডপে ভিআইপি গেট তুলে দিতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘একটা কথা বলব। কেউ কিছু মনে করবেন না। ভিআইপি গেট তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। লোকে অনেক কষ্ট করে লাইন দিয়ে ঠাকুর দেখে।’ মন্ত্রী ও সরকারি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর অনুরোধ, চতুর্থীর পর লালবাতি নিয়ে কেউ রাস্তায় বেরোবে না। যদি ঠাকুর দেখতে যেতেই হয় দুপুরবেলা যান। বিকেল ৫টার পর আপনাদের না যাওয়াই ভাল। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে আসেন। তাঁরা এক একটা প্যান্ডেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান। সেখানে ভিআইপি গেট থাকলে সবারই খারাপ লাগে। দেখুন ভিডিও –