কলকাতা

সিবিআই দফতরে হাজিরা দিতে আসলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এলেন না শোভন চট্টোপাধ্যায়

কলকাতাঃ নারদ তদন্তে সিবিআই ১০ জন তৃণমূল নেতা-মন্ত্রীকে ডেকেছিল। শনিবার ও সোম-মঙ্গলবার এই তিন দিন দফায় দফায় এই ১০ জনকে ডাকা হয়েছিল। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। এরপরই আজ আজ সকাল ১০টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে আসেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী। হাজিরা এড়ালেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে দ্বিতীয়বার তলব করল সিবিআই। সূত্রের খবর তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদও করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এদিন সিবিআই দফতরে ঢোকার মুখে হাওড়ার সাংসদ জানিয়ে দেন, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন। আবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “৩ পাতা পড়তে দিয়েছিল। আমি পড়েছি। আমার ভয়েস রেকর্ড করা হয়েছে।” ফুটেজের সঙ্গে তাঁর রেকর্ড করা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে বলে সূত্রে খবর।