জেলা

গঙ্গাসাগরে এসে গুরুতর অসুস্থ পুণ্যার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে আসা হল কলকাতায়

 প্রতিবাবের মতো এবছর মেলায় কোনো পুণ‍্যার্থী জন্য সবরকম বন্দোবস্ত করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার প্রথম এয়ার অ্যাম্বুল্যান্স তার কাজ শুরু করেছে। আজই গঙ্গাসাগর মেলায় গুরুতর অসুস্থ এক পুণ্যার্থীকে হেলিকপ্টারে কলকাতায় পাঠাল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার কেউরাপুরমের বাসিন্দা সাইত্রিশ বছরের চন্দ্রাবতী ভার্মা গুরুতর অসুস্থ অবস্থায় সাগরমেলা হাসপাতালে ভর্তি ছিলেন। উত্তরপ্রদেশের থেকে তিনি গঙ্গাসাগর পুণ্য স্নানে অংশগ্রহণ করতে আসেন। বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। এরপর মেলাপ্রাঙ্গণ থেকে আকাশ পথে তাঁকে ডুমুরজলা স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর সেখানে থেকে অ্যাম্বুল্যান্সে করে এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে খবর, গঙ্গাসাগর মেলায় এসে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ নিবাসী ওই পুণ্যার্থী অসুস্থ বোধ করেন। এক স্বামীজির সঙ্গে তিনি উত্তরপ্রদেশের বালিয়া থেকে গঙ্গাসাগর মেলায় এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে শ্বাসকষ্ট জনিত কিছু সমস্যার কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর মেলা প্রাঙ্গণে নিরাপত্তা কর্মীদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকরাও। পরে তাঁকে এয়ারলিফটের মাধ্যমে হাসপাতালে স্থানতরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আকাশ পথে ডুমুরজলা স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় মেলার স্বেচ্ছাসেবকদের তরফে। জানা গিয়েছে, এদিন প্রথমে মেলার অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। তবে রোগীর প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে স্থায়ী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়।