‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে,’ গতকাল পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে নোবেল জয়ী অর্থনীতিক অমর্ত্য সেনের এই মন্তব্যের পর থেকেই শোড়গোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সপক্ষে বিপক্ষে উঠে আসছে একের পর এক মতামত। প্রত্যাশিত ভাবেই অমর্ত্য সেনের মন্তব্যকে গ্রহণযোগ্য বলে মনে করেনি বিরোধীরা। অন্যদিকে এই প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য না করলেও অমর্ত্য সেনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অমর্ত্য সেন বিশ্ববরেণ্য পণ্ডিত। আমাদের গর্ব। তাঁর পর্যবেক্ষণ আমাদের পথ দেখায়। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ সম্পর্কে অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ।’ অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন,’অমর্ত্য সেন যদি এই স্বপ্ন দেখেন তাহলে ওঁকে বলব, আপনি মমতাকে আশাবাদী করুন।’ অন্যদিকে নোবেল জয়ী অর্থনীতিকের মন্তব্যকে স্বাগত জানিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়ে জানিয়েছেন,’বিরোধী মুখ হিসেবে দেশের মানুষের কাছে বার বারই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
