সাধারণতন্ত্র দিবসের আগে এবং ভারত জোড়ো যাত্রার মধ্যেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। ঘটনায় গুরুতর জখম ৭ জন। শনিবার সকালে জম্মুর নরওয়াল এলাকায় ১৫ মিনিটের ব্যবধানে এই জোড়া বিস্ফোরণ ঘটে। ঘটনায় জখমদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা প্রত্যেকেই সেখানে চিকিৎসাধীন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই উপত্যকায় ফের বিস্ফোরণ ঘটায় সাধারণ মানূষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আগামী সোমবার, ২৩ জানুয়ারি নেতাজি জন্মদিবস। তার দুদিন বাদেই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। ওই দিনই শ্রীনগরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপ্তি ঘটবে। সেখানে জাতীয় পতাকা তোলার কথা রাহুলের। তার আগেই এই একাধিক বিস্ফোরণে রাহুলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে প্রশাসনের। উদ্বিগ্ন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও।