জেলা

‘তাপস মণ্ডল ও নীলাদ্রি সরকার আমাকে ব্ল্যাকমেল করছিল’, যুব নেতা কুন্তল গ্রেফতারে বিস্ফোরক স্ত্রী জয়শ্রী

তাপস মণ্ডল ও নীলাদ্রি সরকার আমাকে ব্ল্যাকমেল করছিল। ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আমার স্বামীকে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা নেওয়ার কথা মিথ্যা।’ তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফাতরির পর এবার বিস্ফোরক তার স্ত্রী জয়শ্রী ঘোষ। অন্যদিকে, তাপস মণ্ডল বলেন, তিনি কুন্তল ঘোষকে সাড়ে ১৯ কোটি টাকা দিয়েছিলেন। যাবতীয় টাকা তাঁকেই দিয়েছিলাম। টাকা ফেরতের জন্য কুন্তলকে চাপ দিচ্ছিলাম।   কুন্তল ঘোষের স্ত্রীর আরও অভিযোগ, তার স্বামীকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন তাপস মন্ডল। তার কাছ থেকে দফায় দফায় লাখ লাখ টাকা নিয়েছেন তাপস বাবু। ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন। জয়শ্রীর দাবি, তাপসের ব্যঙ্ক অ্য়াকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তার নথিও দিতে পারেন তিনি। তাপস ও নীলাদ্রি সরকার আমাকে ব্ল্যাকমেল করছিল। বিস্ফোরক বিবৃতি জয়শ্রীর। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যে। তার

স্বামীকে বলির পাঁঠা করা হচ্ছে, বলেই দাবি করেন তিনি। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখান থেকে কুন্তল ঘোষের নাম পাওয়া যায় ৷ এছাড়া সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বহুবার কুন্তলের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, হুগলির এই তৃণমূল যুবনেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ কোটি কোটি টাকা নয়ছয় করেছেন যুবনেতা। এদিকে তাপস মণ্ডলের দাবি,  ”চাকরির জন্য যে টাকা কুন্তল আমার ছাত্র এবং পরিচিত লোকেদের কাছ থেকে নিয়েছে, সেই প্রমাণ আমি সিবিআই ও ইডির কাছে দিয়েছি। সেই টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। বার বার টাকা ফেরত দিতে বলেছি। ও দিচ্ছি দেব করে বারবার সময় চাইছিল।”