বদলে যেতে চলেছে অন্ধ্রপ্রদেশের রাজধানী৷ এবার বিশাখাপত্তনমকে রাজধানী হিসাবে ঘোষণা করলেন সে রাজ্যেরই মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ মঙ্গলবার দিল্লিতে তিনি বলেন, আমি আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাই৷ আগামী দিনে এই শহরই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে গড়ে উঠবে। আগামী মার্চ মাসে বিশাখাপত্তনমেই গ্লোবাল ইনভেস্টর সামিটের আয়োজন করছে অন্ধ্র সরকার। তার প্রস্তুতি হিসেবে নয়াদিল্লিতে ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স মিট’-এ যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আগামী দিনে এই শহরই আমাদের রাজধানী হতে চলেছে। আমিও আগামী কয়েক মাসের মধ্যে বিশাখাপত্তনমে স্থানান্তরিত হব। এখানেই আমরা ৩ এবং ৪ মার্চ গ্লোবাল ইনভেস্টরস সামিটের আয়োজন করছি।