সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিল্লি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। এদিকে ঘন কুয়াশার কারণে উত্তর ভারতগামী কমপক্ষে ৯টি ট্রেন দেরি-তে চলছে বলে জানানো হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে। অন্যদিকে, বিমান চলাচলও ব্যাহত হয়েছে ঘন কুয়াশার কারণে। আগামী কয়েকদিনও আবহাওয়া এরকমই থাকবে বলে জানা গিয়েছে।