ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে মঙ্গলবার সন্ধে পর্যন্ত ৫ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নির্বিঘ্নে উদ্ধারকার্য চালাতে ও পরিস্থিতি সামলাতে ভূমিকম্পে বিধ্বস্ত ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। ভূমিকম্পে ভিটেমাটি ও স্বজন হারানোদের বিভিন্ন হোটেলে জরুরি ভিত্তিতে খোলা আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। যদিও তুর্কি প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন এর্ডোয়ান।