জেলা

নন্দীগ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নন্দীগ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী। জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয় দাস। মঙ্গলবার ভোরে সঞ্জয়ের বাড়িতে অগ্নি সংযোগ করে দুষ্কৃতীরা। একইসঙ্গে বেশকিছু বোমা ছোঁড়া হয় বাড়িগুলিকে লক্ষ্য করে। সঞ্জয়ের অভিযোগ, বিজেপি আস্রিত দুষ্কৃতীরা এই অগ্নিকান্ড ও বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত সঞ্জয় দাস সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর দাবি, তৃবণমূলে যোগ দেওয়ায় প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন সঞ্জয়। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।