Posted onAuthorবঙ্গনিউজComments Off on কলকাতা পুলিশের এসটিএফের জালে জামাত জঙ্গি
কলকাতাঃ জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷