কয়লা পাচারে কাণ্ডে লালা ওরফে অনুপ মাজির ঘনিষ্ঠ রত্নেশ ভার্মাকে জেল হেফাজতে পাঠালেন আসানসোল সিবিআই আদালত। সোমবার তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। এর আগে গত ২ ফেব্রুয়ারি রত্নেশ ভার্মাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। বিচারক সেদিন রত্নেশ ভার্মাকে সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দিয়েছিলেন।সেই সিবিআই হেফাজত শেষ হওয়ার পর পুনরায় সোমবার তাকে আসানসোল কোর্টে (Asansol Court) তোলা হয়।