দেশ

মহারাষ্ট্রে যৌনহেনস্থার শিকার হয়ে অন্তঃস্বত্বা, ইউটিউব দেখে সন্তান প্রসবের পর নবজাতককে শ্বাসরোধ করে খুন করল কিশোরী

ইউটিউব থাকলে আর চিন্তা কি। এখন ঘরে বসেই সব শিখে নেওয়া যায়। আর এভাবেই সন্তানের জন্ম দেওয়ার পদ্ধতিও শিখে নিল এক নাবালিকা এবং তারপর ঘটিয়ে ফেলল এক ভয়ঙ্কর কাণ্ড। জানা গেছে, যৌনহেনস্থার শিকার হয়ে অন্তঃস্বত্বা হয়ে পড়েছিল বছর ১৫ ব ছরের এক কিশোরী। ভয়ে বাড়ি থেকে সন্তর্পনে লুকিয়ে গিয়েছিল এই ঘটনা। এরপর নিজেই ইউটিউব দেখে সন্তান প্রসব করে। এরপর সন্তান ভূমিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল কিশোরী মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রর নাগপুরে। এই ঘটনার পর অসুস্থ মেয়েকে প্রশ্ন করতেই সমস্তটাই জেনে ফেলেন ওই কিশোরীর মা-বাবা। এরপর কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সাথে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে সদ্যজাতের মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় বলে জানা গিয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। তবে পুরো বিষয়টি ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।