দেশ

এবার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! জল্পনা তুঙ্গে

নোবেল শান্তি পুরস্কার পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি নোবেল পুরস্কার কমিটির ভারত সফরের পর এনিয়ে জল্পনা জোরদার হয়েছে। এই জল্পনাকে আরও জোরাল করেছে কমিটির ডেপুটি লিডার অ্যাশলে তোহের তাৎপর্যপূর্ণ মন্তব্য। ভারত সফরে এসে নোবেল পুরস্কার কমিটির ডেপুটি লিডার অ্যাশলে তোহে স্পষ্ট করেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মোদি অন্যতম দাবিদার। এই নিয়েই জল্পনা তুঙ্গে। এদেশে এসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অ্যাশলে তোহে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। তাঁর মতো এমন শক্তিশালী নেতার পক্ষেই শান্তি স্থাপন করা সম্ভব। পাশাপাশি ভারতের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসা করে তাঁর বক্তব্য, দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদি। তাঁর নীতির ফলেই ভারতের অর্থনীতি মজবুত হয়েছে। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া- ইউক্রেন যুদ্ধে ভারত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেকথাও বলেন নোবেল পুরস্কার কমিটির সদস্য। এমনকি এই যুদ্ধ থামাতে মোদির ভূমিকা অপরিহার্য হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বিশ্বের কাছে মোদি একটা বিশ্বাসযোগ্য মুখ। এটা স্পষ্ট যে, মোদি শুধু ভারতকে এগিয়ে নিয়ে যেতেই নয়, বিশ্বের জটিল সমস্যাগুলির ওপরেও তীক্ষ্ণ নজর রেখেছেন। প্রসঙ্গত, ভারত থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনকে মনোনয়ন করা হয়েছে। তবে মোদি ছাড়া সেই তালিকায় আর কারা রয়েছেন, তা স্পষ্ট করেননি অ্যাশলে তোহে। তবে সবটাই এখনও বিবেচনার স্তরে রয়েছে। কোনও কিছুই চূড়ান্ত নয়।