দেশ

আদানি গোষ্টীর শেয়ারে ধ্বসের পর আরও ‘বড়’ রিপোর্টে প্রকাশ্যে আসছে হিডেনবার্গের

আদানি গ্রুপকে নিয়ে রিপোর্ট প্রকাশ্যে আনা হিডেনবার্গের তরফে আরও একটি খবর শেয়ার করা হল। এবার হিডেনবার্গের আরও একটি বড় রিপোর্ট প্রকাশ্যে আসছে বলে খবর। তবে কী বিষয়ে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।