রাহুল গান্ধির নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে তিন বছরের নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১০এ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যার ফলে আগামী বছর দেশের সাধারণ নির্বাচনে অর্থাৎ লোকসভা ভোটে লড়া হচ্ছে না রাহুল গান্ধির। তবে যে রাহুল গান্ধির ওপরে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে এনেছেন তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি নন। সুরাত আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের জেলের সাজা হয়নি। এমনকী লোকসভা থেকে তাঁর সদ্যপদও খারিজ হয়নি। পাঠকদের মনে প্রশ্নই জাগতে পারে তাহলে কোন রাহুল গান্ধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? তাঁর অপরাধ-ই বা কী?