জেলা

অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল হাওড়া জেলা প্রশাসন

হাওড়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ভুয়ো ছবি, ভিডিও, বার্তা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটতে পারে ৷ তাই শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ ইতিমধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷ হাওড়া জেলাশাসকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে শুক্রবার থেকে শনিবার রাত ২টো পর্যন্ত হাওড়া শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ৷ নির্দেশিকায় বলা হয়েছে এমটিএস ভোডাফোন রিলায়েন্স জিও আইডিয়া এয়ারসেল টাটা টেলি সার্ভিসেস আরএসএনএল আলিয়ান্স ব্রডব্যান্ড ডিজি কেবল মন্থন ব্রডব্যান্ড সার্ভিসেস হাথওয়ে কেবল এবং ডাটাকম সিটি কেবল জিটিপিএলকেসিবিপিএল টাটা স্কাই ডিশ টিভি ভারতি এয়ারটেল রিলায়েন্স কমিউনিকেসন উইশ নেট ওয়্যারলেস নেট জোন সিনেট সিটি ব্রডব্যান্ড আমার কেবল ডিশনেট ওয়্যারলেস এবং অন্য ইন্টারনেট প্রদানকারী সংস্থা হাওড়ায় জরুরি অবস্থার জন্য তাঁদের পরিষেবা বন্ধ রাখবে ৷ পাশাপাশি শহরে জারি হয়েছে ১৪৪ ধারা ৷