করোনার সময়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পুলিসি নিরাপত্তা। দিল্লিতে আইনজীবীকে প্রতিবাদে এবার আন্দোলনে নামল বার অ্যাসোসিয়েশন।আগামিকাল, সোমবার সমস্ত জেলা আদালতে কর্মবিরতিতে শামিল হবেন আইনজীবীরা। এমনকী, সওয়াল করবেন না জামিন ও স্থগিতাদেশ সংক্রান্ত মামলা শুনানিতেও! জানা গিয়েছে, মৃত আইনজীবীর নাম বীরেন্দ্র কুমার নারওয়াল। শনিবার দিল্লির দ্বারকা এলাকায় প্রকাশ্য়ে রাস্তায় তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। অভিযুক্তদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিস। একজনের নাম নরেশ, আর এক প্রদীপ। পুলিসের দাবি, নিহত আইনজীবীদের সঙ্গে প্রায় দীর্ঘদিনের শক্রতার ছিল প্রদীপের। ১৯৮৭ সালে বীরেন্দ্রের দাদু নাকি খুন করেছিলেন প্রদীপের কাকাকে! শুধু তাই নয়, জমি সংক্রান্ত বিবাদে অভিযুক্তের ক্ষতিপূরণের পাওয়ার ক্ষেত্রে নিহত আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলে অভিযোগ। আর তাতে বিবাদ আরও বাড়ে।