পেগাসাস নিয়ে এখনও বিতর্ক থামেনি। এরই মাঝে নতুন আরও স্পাইওয়্যার সিস্টেম কিনতে চলেছে মোদি সরকার। এ জন্য প্রায় ৯৮৬ কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্ট সামনে আসায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। কেননা, এর আগে ইজরায়েলী সংস্থা এনএসও’র তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে দেশের বিরোধী নেতা, সমাজকর্মী, সাংবাদিকদের মোবাইলে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। রবিবার, মোদী সরকারের নতুন স্পাইওয়্যার কেনার পরিকল্পনার সমালোচনা করেছে কংগ্রেস। টুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘গত নির্বাচনের আগে (২০১৯-র লোকসভা) বিদেশি সহায়তায় পেগাসাসের মাধ্যমে নাগরিক, বিরোধী দল, বিচার বিভাগ, নির্বাচন কমিশনার, সাংবাদিকদের উপর নজরদারী করেছিল মোদী সরকার। এবার, (২০২৪-র লোকসভা) নির্বাচনের আগে আবারো বিদেশি সাহায্য নিয়ে দেশবাসীর ফোন হ্যাক করার ষড়যন্ত্র সামনে এসেছে।’ এই পরিকল্পনাকে ‘গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ’ বলে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা রমেশ।