দেশ

গরু থেকেই ধর্মের জন্ম, গোহত্যা বন্ধ হলেই পৃথিবীর সমস্যার শেষ, উদ্ভট মন্তব্য গুজরাতের বিচারপতির

“ধর্মের উৎপত্তি গরু থেকেই, গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে,” এমনই উদ্ভট মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের এক বিচারপতি।  সেই সঙ্গে অবৈধভাবে গরু পরিবহন করায় আজীবন কারাদণ্ড দিলেন এক ব্যক্তিকে। মহম্মদ আরিফ আমিন অঞ্জুম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল ২০২০ সালে। গুজরাতের বিচারক এও বলেছেন, পৃথিবীর সব সমস্যা মিটে যাবে যদি গোহত্যা বন্ধ হয়। তাপি জেলার দায়রা আদালতের বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাস এই অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি এও বলেছেন, যে সব বাড়ির দেওয়াল গোবরজলে নিকোনো হয় সেগুলো পারমাণবিক তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হয় না।  এই দাবির সপক্ষে বিচারক এও বলেন যে এই তথ্য নাকি বিজ্ঞান প্রমাণ করেছে। বিচারক ব্যাস যে খাঁটি গরুপ্রেমী তা বলাই বাহুল্য। গোরক্ষা নিয়ে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা হয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে না দেখে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, গরু শুধুমাত্র জন্তু নয়, সে হল মা। ৬৮ কোটি পবিত্র স্থান এবং ৩৩ কোটি দেবদেবীর জীবিত গ্রহ হল গরু। এখানেই থামেননি তিনি, গরুর মাহাত্ম্য বোঝাতে আওড়েছেন সংস্কৃত শ্লোক। সেই শ্লোকের বাংলা তর্জমা খানিকটা এই রকম – যেখানে গরু আনন্দে থাকে সেখানে সমস্ত সুখ সম্পতি থাকে। যেখানে গরু আনন্দে থাকে না সেখানে সুখ সম্পত্তিও থাকে না, উধাও হয়ে যায়। গরু হল রুদ্রের মা, বসুদেবের কন্যা, অদিতিপুত্রদের বোন এবং ধ্রুত্রুপ অমৃতের সম্পদ। বিচারক এও বলেছেন, যদি গরু অবলুপ্ত হয়ে যায় তবে ব্রহ্মাণ্ডেরও অস্তিত্ব থাকবে না। যেদিন গরুর এক ফোঁটা রক্তও মাটিতে পড়বে না, সেদিন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়েও যাবে এবং পৃথিবীর ভালো থাকা প্রতিষ্ঠিত হবে।   আইনি সংবাদের ওয়েবসাইট লাইভ ল গুজরাটের তাপি জেলা আদালতের প্রধান বিচারপতি সমীর বিনোদ চন্দ্র ভ্যাসের মন্তব্য উদ্ধৃত করে লিখেছে, “গোহত্যা বন্ধ হলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গোবরের তৈরি ঘরগুলি পারমাণবিক বিকিরণ দ্বারা প্রভাবিত হয় না। এবং গোমূত্রের ব্যবহার একাধিক দুরারোগ্য রোগের নিরাময় করে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিজ্ঞান প্রমাণ করেছে গোমূত্র অনেক দুরারোগ্য রোগ সারিয়ে তোলে।” বিচারকের আরও দাবি, ধর্মের উৎপত্তি গরু থেকেই। Bar and Bench-এর প্রতিবেদন অনুসারে, নভেম্বরে দেওয়া এই রায়ের সময়, যা সংবাদমাধ্যমের হাতে আজ এসেছে, গো রক্ষা সংক্রান্ত সমস্ত আলোচনা বাস্তবায়িত হয়নি বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক। একাধিক সংস্কৃত শ্লোক উচ্চারণ করে তিনি বলেন, “গরু কেবল একটি প্রাণী নয়, আমাদের মা। যদি গরুরা অখুশি থাকে, তাহলে আমাদের সম্পদ এবং সম্পত্তি ক্রমশ কমে যাবে।”