কলকাতা

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি থাকলেই এবার মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

একুশের ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বাংলার মহিলাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁদের প্রতি মাসে ৫০০ বা ১০০০ টাকা করে দেওয়ার। সেই প্রতিশ্রুতির ফসল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে ৫০০ বা ১০০০টাকা করে পান। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর থেকে সেই টাকা দেওয়া হয়। এবার এই দফতর থেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে দেওয়া হল। জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে যাদের ব্যাংক অ্যাকাউন্টের এর সঙ্গে আধার Link করা আছে কেবলমাত্র তাঁরাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। ব্যাংক অ্যাকাউন্টের এর সঙ্গে আধার Link করা না থাকলে সেই উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না। স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।