কলকাতা

মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসামূলক: শিক্ষামন্ত্রী

রাজ্যের মিড ডে মিলে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রিপোর্টেও এমন দাবি করা হয়েছে। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । একপেশে ভাবে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রীর। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, ‘জয়েন্ট রিভিউ মিশন রাজ্য সরকারের একমাত্র প্রতিনিধি, কুকড মিড ডে মিলের সই ছাড়াই এই রিপোর্টটি জমা দিয়েছে। সেই রিপোর্ট যদি রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত না হয়, তাহলে জয়েন্ট রিভিউ মিশিন অর্থাৎ যৌথ পর্যালোচনা কমিটির ‘যৌথ’তা কোথায় রইল?’ রাজ্য সরকারের বক্তব্য কেন্দ্রের রিপোর্টে যথাযথভাবে স্থান পায়নি বলে অভিযোগ ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী বিবৃতিতে আরও বলেন, ‘CAG ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত তাদের অডিট সম্পূর্ণ করেছে। যার মধ্যে এই ধরণের কোনও প্রতিক্রিয়া আমরা পাইনি। আমরা জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টটা পাই বা না পাই , বিশদে এর জবাব পাঠাব।” শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতের মোট ১২ কোটি ছাত্রছাত্রীদের মধ্যে ১.২ কোটি ছাত্রছাত্রী মিড ডে মিলের পরিষেবা পায়। যার অডিট রাজ্যজুড়ে করেছে CAG। কাজেই তাদের রিপোর্টের অপেক্ষায় থাকা যাক।’