কলকাতা

দেশবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

আজ সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই এই দিনে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। আজও তার অন্যথা হল না। এদিন কালীঘাট মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন তাঁর পরিবারের কয়েকজন সদস্য। পুজো দিয়ে বেরিয়ে রাজ্যবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য তথা দেশ ও বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনা করছেন। যখন মুখ্যমন্ত্রী হননি তখন থেকেই চৈত্র সংক্রান্তি দিন সন্ধেয় কালীঘাটে মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেও সেই রীতির কোন পরিবর্তন হয়নি। বছরের শেষ দিনে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো। নতুন শাড়ি ও পুজো সামগ্রী দিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে করেন আরতি। মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পরিয়ে দেওয়া হয় বিগ্রহকে। মন্দিরের অছি পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।