নববর্ষের আগে বাংলা সফরে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। করলেন আরতি। অমিত শাহের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ বাকি বিজেপি নেতারা। মায়ের কাছে বিজেপির বাংলায় লোকসভা ভোটে সাফল্য প্রার্থনা করেছেন বলেই জানান বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বীরভূমে মানুষের যে উৎসাহ-উদ্দম দেখেছি, তাতে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩৩-র বেশি আসন পাবে বলেই প্রত্যাশা রাখি। দেশেও ৩০০-র বেশি আসন জিতে ফের নরেন্দ্র মোদি সরকারেরই ক্ষমতায় প্রত্যাবর্তন হবে বলেই প্রত্যাশা ঝরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়।