আজ পয়লা বৈশাখ। শুরু হল নতুন বছর ১৪৩০। পয়লার ভোর থেকেই দক্ষিণেশ্বর,কালীঘাট, তারাপীঠে নেমেছে ভক্তদের ঢল। পুজো দিয়ে বছর শুরু করতে সকাল থেকেই রোদ মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার ভক্তরা। কেউ দোকানের খাতা পুজো দিতে এসেছেন, কেউ বা সংসারের মঙ্গল কামনা, সন্তানদের উন্নতি চেয়ে ফুল মিষ্টি নিয়ে অপেক্ষা করছেন দেবী দর্শনের।