আদালতে জমা দেওয়া কুন্তল ঘোষের চিঠিতে বিস্ফোরক অভিযোগ। বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন করেছিলেন শুভেন্দু অধিকারী। ইডি-র এক আধিকারিককে বারবার জিজ্ঞেস করছিলেন, কুন্তল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম বলেছেন কিনা। বিস্ফোরক দাবি কুন্তলের। শুধু তাই নয়, বহিষকৃত তৃণমূল নেতার অভিযোগ, ইডি আধিকারিকরা ইচ্ছেমতো বিবৃতি লিখে তাঁকে সই করতে বাধ্য করতেন।