কলকাতা

দল ঠিক করেছে আগামী ২ মাস সংযোগ যাত্রা হবে, পঞ্চায়েত ভোট কবে ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর কথাতেই

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমার দল ঠিক করেছে যে আগামী ২ মাস বিজেপির বিরুদ্ধে মানুষের সঙ্গে সংযোগ যাত্রা করা হবে। আগামী ২৫ এপ্রিল থেকে ২ মাস এই সংযোগ যাত্রা চলবে।’ এখন মুখ্যমন্ত্রীর কথার রেশ টেনেই বলা যায়, ২৫ এপ্রিল থেকে আগামী ২ মাস সংযোগ যাত্রা হবে মানে, ২৫ জুন পর্যন্ত তা চলবে। ফলে জুলাইয়ের আগে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না বলে ধরে নেওয়া যায়। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খান শুভেন্দু অধিকারী। শীর্ষ আদালতে খারিজ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত মামলা। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিলেন শুভেন্দু। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলায় হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে রাজ্যের আইন শৃঙ্খলার পাশাপাশি বর্তমান ভোটার তালিকা এবং জাতিগত সমীক্ষার ভিত্তিতে আসন সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারির দাবি ছিল, যেভাবে বাড়ি বাড়ি ঘুরে ওবিসি সার্ভে করা হয়েছে, ঠিক সেই ভাবেই প্রত্যেকটা কেন্দ্রের বাড়ি বাড়ি ঘুরে তফশিলি জাতি-উপজাতিরও সার্ভে করতে হবে। সেই জাতি সমীক্ষার ভিত্তিতেই আসন সংরক্ষণের স্ট্যাটাস ঠিক হওয়া উচিত। তারপরই নির্বাচন হওয়া উচিত।