গরু পাচার মামলায় বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আজ, বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হবে বলে ইডি সূত্রের খবর। বুধবার দিল্লিতে ইডির অফিসে দীর্ঘ সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গ্রেফতার করেন গোয়েন্দারা। গরু পাচার মামলার সঙ্গে জড়িত আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তদন্তে তিনি অসহযোগিতা করেছেন বলে দাবি ইডির। সন্ধ্যায় গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখান থেকে রাত প্রায় ৯ টা নাগাদ আবার প্রবর্তন ভবনে ইডির অফিসে নিয়ে আসা হয় সুকন্যা মণ্ডলকে। বৃহস্পতিবার অনু ব্রত মন্ডলের মেয়ে সুকন্যাকে রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হবে।