আট মাস পর আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন গোরু পাচারকাণ্ডে সিবিআইয়ের চার্চশিটে থাকা আব্দুল লতিফ। বৃহস্পতিবার কার্যত ছদ্মবেশেই আদালতে আসেন লতিফ। ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাকে আজ জমিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তিন দিন অন্তর তাঁকে হাজিরা দিতে হবে। আগামী ৬ মে পর্যন্ত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হল বলে জানান বিচারক। গোরু পাচারকাণ্ডের চার্জশিটে নাম রয়েছে লতিফের। চার্জশিট পেশ হওয়ার পরই সুপ্রিম কোর্টে ছোটেন লতিফ। সেখান থেকে রক্ষাকবচ নিয়ে আসেন। সুপ্রিম কোর্চের নির্দেশ ছিল আগাম ৪ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে ২৭ তারিখ তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মতো বৃহস্পতিবার কাকভোরেই আসানসোল আদালতে হাজির হয়ে যান লতিফ। সঙ্গে ছিলেন তার ছেলে। কালো টুপি, ধুসর -কালো চেক জামা ও জিন্সের প্যান্ট, মুখে কালো মাস্ক, চোখে চশমা।