করমণ্ডল দুর্ঘটনায় আহত প্রায় ৩০০ জন। ঘটনার পর ট্যুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে দুর্ঘটনাস্থলে যাচ্ছে বাংলার প্রতিনিধি দল। ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, দুর্ঘটনার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মুখ্যসচিব জানিয়েছেন, ওই দলে আছেন সাংসদ দোলা সেন এবং পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম সুমন মহান্তি। তিনি বলেন, ওড়িশা এবং রেলকে সবরকম সাহায্য করতে প্রস্তুত বাংলা। উল্লেখ্য, ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নবান্ন সূত্রে খবর, ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বাংলার মুখ্যসচিবের। জানা গিয়েছে, প্রায় ১৭৯ জন আহত চিকিৎসাধীন গোপালপুর হাসপাতালে। বালেশ্বর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪৩ জন। অনেকে ভর্তি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতালে। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। ঘুরপথে চালানো হচ্ছে বিভিন্ন ট্রেন। এই রুটে কার্যত স্তব্ধ রেল পরিষেবা।