কলকাতা

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়া-খড়গপুর-শালিমারে চালু হেল্পলাইন নম্বরচালু হেল্পলাইন নম্বর

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্ঘটনার পরে ট্যুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়েছেন, ওড়িশায় ৫-৬ সদস্যের একটি দল যাচ্ছে বাংলা থেকে। উদ্ধারকাজে রেল ও ওড়িশা সরকারকে সাহায্য করবে সেই দল। দুর্ঘটনায় তিনি ‘স্তম্ভিত’ বলে উল্লেখ করে শুক্রবার সন্ধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, রাজ্যবাসীর জন্য একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার নম্বর ০৩৩ ২২১৪৩৫২৬ এবং ০৩৩ ২২৫৩৫১৮৫। মুখ্যমন্ত্রী লিখেছেন এই উদ্ধারকাজ এবং সাহায্যের জন্য কন্ট্রোলরুমগুলি দক্ষিণ পূর্ব রেলওয়ে ও ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রাখছে। রাজ্যের মুখ্যসচিব এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত কথা বলে প্রতি মুহূর্তের খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী। হাওড়া, সাঁতরাগাছি, শালিমার ও খড়গপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। হাওড়া কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২৬৩৮-২২১৭। শালিমারের হেল্প লাইন নম্বর ৯৯০৩৩৭০৭৪৬। খড়গপুরের হেল্প লাইন নম্বর ৮৯৭৩০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। স্থানীয় সূত্রে খবর, অনেক যাত্রী আটকে থাকার আশঙ্কা রয়েছে।