জেলা

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন

ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেন উল্টে যাওয়ার জেরে হাওড়া ও শালিমার স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের এক মুখপাত্র জানিয়েছেন। আর শেষ মুহুর্তে একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগের কবলে পড়েছেন কয়েক হাজার যাত্রী। এদিন দুপুরে হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ে যাওয়ার মুখে সন্ধে ছয়টা ৫১ মিনিট নাগাদ বালেশ্বর জেলার বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। উল্টোদিক থেকে আসা যশোবন্তপুর-হাওড়া সুপার ফার্স্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। ওই ধাক্কার ফলে চেন্নাইগামী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে যায়। যশোবন্তপুর-হাওড়া সুপার ফার্স্ট এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি চুরমার হয়ে যায়। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় ৩৫০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ওই দুর্ঘটনার পরেই হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-জগন্নাথ এক্সপ্রেস, এস ভি এম হাএক্সপ্রেস-সহ ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রী দুর্ভোগ কমাতে বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বলে দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন।