মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২ জন। এঁদের মধ্যে একজন তরুণ এবং অন্যজন তরুণী। যার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য। দীর্ঘক্ষণ ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। নোয়াপাড়া মেট্রো স্টেশনের ডাউন লাইনের ঘটনা। শনিবার সন্ধ্যা ৬টা ৩৩ নাগাদ লাইনে ঝাঁপিয়ে পড়েন তরুণ এবং তরুণী। মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছিল। এই রুটে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে মেট্রো চলাচল করেছিল কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত। ২ জনের ঝাঁপ দেওয়ার ঘটনার পরে মেট্রো পরিষেবা ব্যাহত হয় ভর সন্ধ্যায়। যার জেরে সমস্যায় পড়েছিলেন নিত্য যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা।