জেলা

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার ৩৫জন যাত্রী

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এ রাজ্যের ৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেল যে তালিকা প্রকাশ করেছে তাতেই একথা জানানো হয়েছে। মৃতদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় রয়েছেন ১২ জন, পূর্ব বর্ধমানে ৮, পশ্চিম মেদিনীপুরে ৩, ঝাড়গ্রামে ২, হাওড়া ২, জলপাইগুড়ি ২, বীরভূম ১, দক্ষিণ দিনাজপুরে ১, মালদা ১, মুর্শিদাবাদ ২ জন। মৃতদের বেশির ভাগই পরিযায়ী শ্রমিক বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। মৃতদের পরিবারের অধিকাংশেরই বক্তব্য নিজ নিজ জেলায় কাজ না পেয়েই বাড়ির লোকজন কাজের আশায় ভিন রাজ্যে পাড়ি  দিয়েছিলেন। কেউ চেন্নাইতে, কেউ ভেলোরে, কেউ ভুবনেশ্বরে কাজের খোঁজে যাচ্ছিলেন। আবার অনেকে ভিনরাজ্য থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তাঁরা যে যাঁর কাজের জায়গায় ফিরে যাচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। কিন্তু এই দুর্ঘটনা তাঁদের প্রাণ কেড়ে নিয়েছেন।