রবিবার সকালে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তিনি রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ সূত্রে জানা গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশেই পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেসের আরেক নেতা এ চেল্লা কুমার ৷ এদিকে ওড়িশায় গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি ভুবনেশ্বর এইমসে যাবেন ৷ এছাড়া কটকে অন্য হাসপাতালগুলিও ঘুরে দেখার কথা মোদি মন্ত্রিসভার এই সদস্যের ৷ চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে তা নিজের চোখে দেখবেন ৷ শুক্রবার ২ জুন সন্ধ্যা নাগাদ তিনটি ট্রেনের মধ্যে ধাক্কায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় ওড়িশার বালাসোরে বাহাঙ্গা বাজারে ৷ এই দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২৮৮ এবং জখম ৯০০ ছাড়িয়ে গিয়েছে ৷ আহতদের মধ্যে ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ গতকালই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রেল অশ্বিনী বৈষ্ণব শনিবার ভোরেই বালাসোরে পৌঁছন ৷ তাঁকে সারাদিনই ঘটনাস্থলে দেখা গিয়েছে ৷ প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। আরও পড়ুন ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে এলআইসি একাধিক ছাড়ের ঘোষণা বালাসোরে ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের অধীরের প্রশ্ন এ ধরনের ট্রেন দুর্ঘটনা কি এড়ানো যেত না কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি জানান মেন লাইনের ট্রেন লুপ লাইনে ঢুকে যাওয়ায় এই দুর্ঘটনা ৷ এরকমটা কেন হবে মানুষের গাফলতিতে এই দুর্ঘটনা ঘটেছে ৷ কোনও রকম ট্রেন দুর্ঘটনা ঘটলে তারপর জয়েন্ট মাল্টিডিসিপ্লিনারি কমিটি গঠিত হয় ৷ সেখানে সিভিল ইলেট্রিক্যাল অপারেশনের সঙ্গে যুক্ত থাকা আধিকারিক তাঁদের বক্তব্য জানান ৷ এই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি তোলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর ৷ তাঁর দাবি এই রিপোর্টেই ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে ৷প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে অধীর উদঘাটন মন্ত্রী বলে উল্লেখ করেন ৷ তাঁর অভিযোগ প্রধানমন্ত্রী সারাক্ষণ ফ্ল্যাগ নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস বা অন্য সব ট্রেনের উদ্বোধন করেন ৷ মোদির দাবি ২০১৪ সালের পরে দেশে কোনও রেল দুর্ঘটনা হয়নি ৷ রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রসঙ্গে অধীর বলেন তিনি কি প্রধানমন্ত্রীর ধামাধরা হয়েই থাকবেন তিনি একজন শিক্ষিত টেকনোক্র্যাট ৷ প্রধানমন্ত্রী যা বলেন রেলমন্ত্রীও কাকতুয়ার মতো সেই কথা বলে যান ৷ আরও পড়ুন বালাসোরবিপর্যয়ে রেলমন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস তোপ মোদিকেও”