জেলা

তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র ‘হোম ডেলিভারি’ হচ্ছে, বিস্ফোরক দাবি শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র হোম ডেলিভারি র ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে টুইট করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার সকালে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রকাশিত একটি হ্যান্ডবুকও পোস্ট করেন ৷ পোস্ট করা ভিডিওতে শুভেন্দুর দাবি বাঁকুড়ার সালতোরা ব্লকের তিলুরির তৃণমূল অঞ্চল সভাপতি তপন চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তা গুনে শেষ করা যাবে না ৷ তিনি সালতোরা বিডিও অফিস থেকে মনোনয়নপত্র এবং ডিসিআর সংগ্রহ করে তা তৃণমূল কর্মীদের বাড়িতে হোম ডেলিভারি করছেন ৷ অর্থাৎ তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি তা পৌঁছে যাচ্ছে ৷ বিজেপি নেতার আরও অভিযোগ ৯ থেকে ১৬ জুন সীমিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে বিরোধী শিবিরের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা ৷ তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ৷আরও পড়ুন দলদাসের মতো আচরণ রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনেরপঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জোগাড় করতে গিয়ে বিরোধী শিবিরের প্রার্থীদের কী অবস্থা হচ্ছে এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ শুভেন্দু এ প্রসঙ্গে টুইটে লেখেন পাবলিক সারভেন্ট নাকি তৃণমূলের চাকর তাঁর অভিযোগ বিরোধীদলের প্রার্থীরা মনোনয়নপত্র জোগাড় করতে বিডিও অফিসে যাচ্ছেন ৷ সেখানে তৃণমূল আশ্রিত গুন্ডা মমতার পুলিশের সহযোগিতায় তাদের মনোনয়নপত্র নিতে দিচ্ছে না ৷ সেই বাধা পেরিয়ে প্রার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকতে হচ্ছে ৷ যদি ভাগ্য ভালো হয় তাহলে তারা কয়েক ঘণ্টা পর মনোনয়নপত্র এবং ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট পেতে পারে ৷ আর তা না হলে সরকারি কর্মীরা তাঁদের জানিয়ে দেবেন 3টে বেজে গিয়েছে ৷ আর কোনও সরকারি কাজ করা সম্ভব নয় ৷ আর যথেষ্ট মনোনয়নপত্র নেই ৷ তাই আর প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া যাবে না ৷ প্রার্থীরা যেন পরের দিন আসেন ৷অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে ঠিক তার উলটোটা হচ্ছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক ৷ শুভেন্দু লেখেন আঞ্চলিক তৃণমূলের জন্য নিয়মগুলো অন্যরকম ৷ এর প্রমাণস্বরূপ তিনি ভিডিও পোস্ট করেন ৷