কলকাতা

পঞ্চায়েত নির্বাচনে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,সময় মত ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোন কথা নয়, কাজ হবে এবার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হিংসা প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরের প্রতিক্রিয়া এভাবেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাত আটটা নাগাদ দিল্লী থেকে ফিরে তিনি কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে আসেন। ডিপারচার লেভেলের থ্রি সি গেটের কাছে যে জায়গায় আগুন লেগেছিল সেই জায়গা তিনি পরিদর্শন করেন।