দেশ

সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপরে ৫ শতাংশ আমদানি শুল্ক কমাল মোদি সরকার

বিদেশ থেকে আমদানিকৃত পরিশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপরে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ জোগান স্বাভাবিক রাখতে দুই তেলের ওপরে আমদানি শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে। যার ফলে সাড়ে ১৭ শতাংশের জায়গায় সাড়ে বারো শতাংশ শুল্ক দিতে হবে।  এদিন থেকেই ওই নয়া নির্দেশ কার্যকর হবে। এদিন পাঁচ শতাংশ আমদানি শুল্ক কমানোর ফলে পরিশোধিত ভোজ্য তেলের ওপরে করের পরিমাণ দাঁড়াবে ১৩ দশমিক ৭ শতাংস। তার মধ্যে সামাজিক কল্যাণমূলক সেসেও অন্তর্ভুক্ত রয়েছে।  যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এমন সিদ্ধান্তে আমদানিকারকদের খুব একটা লাভ হবে না বলেই মনে করছেন ভোজ্য তেল উ‍ৎপাদকদের সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (SEA) এর নির্বাহী পরিচালক বি ভি মেহতা। তাঁর কথায়, ‘বিদেশ থেকে মূলত অপরিশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি করা হয়। কিন্তু অর্থ মন্ত্রক পরিশোধিত তেলের ওপরে আমদানি শুল্ক কমিয়েছে। এতে আমদানিকারকদের উ‍ৎসাহিত হওয়ার মতো কিছু নেই।‘চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন, সূর্যমুখী-সহ ভোজ্য তেলের দাম কমায় দেশের তেল উ‍ৎপাদক সংস্থাগুলিকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৮ থেকে ১২ টাকা কমানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। ওই নির্দেশের পরেও তেল উ‍ৎপাদক সংস্থাগুলি দাম কমানোর পথে হাঁটেনি। ফলে যথেষ্টই ক্ষুব্ধ খাদ্য মন্ত্রকের আধিকারিকরা।