প্রয়াত অস্কার জয়ী অভিনেতা-পরিচালক অ্যালান আরকিন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেতার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সংবাদ জানানো হলেও, মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ১৯৩৪ সালের ২৬ মার্চ নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যালান আরকিন। রাশিয়া ও জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিল তাঁর পরিবার। বাবা চলচ্চিত্র ও নাট্যজগতের সঙ্গে যুক্ত হওয়ায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান ছিল অ্যালানের। ১৯৫৭ সালে ‘ক্যালিপসো হিট ওয়েভ’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬৬ সালে নরম্যান জেভিসনের কমেডি ছবি ‘দ্য রাশিয়ানস আর কামিং, দ্য রাশিয়ানস আর কামিং’ ছবিতে অভিনয় করে সমালোচক ও দর্শকদের নজর কেড়েছিলেন। ওই ছবিতে অভিনয়ের সুবাদে বাফটা পুরস্কার পান। তার পর আর তাঁকে পিরে তাকাতে হয়নি। ১৯৬৮ সালে ‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’ ছবিতে মূক ও বধিরের ভূমিকায় অভিনয় করে ফের প্রশংসা কুড়োন। তার পরে একে একে ‘ক্যাচ ২২’, ‘লিটল মার্ডারস’, ‘ডেডহেড মাইলস’, ‘লাস্ট অপ দ্য রেড হট লাভার্স’, ‘দ্য সেভেন পার্সেন্ট সলিউশন’ সহ একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চেও একাধিক নাটকে অভিনয় করেছেন আরকিন। তাঁর তিন ছেলে অ্যাডাম, ম্যাথিউ ও অ্যান্টনিও হলিউডের সঙ্গে যুক্ত।