কলকাতা

পঞ্চায়েত নির্বাচনের আগেই কলকাতায় এলেন সিবিআইয়ের নতুন অ্যাডিশনাল ডিরেক্টর

সিবিআইয়ের কলকাতা জোনের নতুন অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশীধর সোমবার কলকাতা এসে পৌঁছেছেন। সূত্রের খবর অনুযায়ী, গুজরাত ক্যাডারের এই আইপিএস অফিসার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির খুব পছন্দসই অফিসার এবং ঘনিষ্ঠ। মঙ্গলবার সকাল থেকে তিনি সহ সিবিআই দফতরের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরের নেতৃত্বে নিজাম প্যালেসে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। মঙ্গলবার শহরে পা রাখেন সিবিআই – এর অপর স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর। দুই সিবিআই কর্তার উপস্থিতিতে শুরু হয় বৈঠক।সিবিআই সূত্রে খবর, কয়লা, গরু, শিক্ষায় নিয়োগের মতো একাধিক দুর্নীতির ঘটনার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তদন্তে অগ্রগতি কী, তা নিয়েই পর্যালোচনা করতে এই বৈঠক বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হয় বিভিন্ন কেস ডায়েরি।রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। খুব শীঘ্রই এই মামলাগুলিতে বড় চাইদের নাগাল পেতে বড় অভিযানে নামতে চলেছে সিবিআই বলে সূত্রের খবর। কিভাবে সেই অপারেশন হবে তারই ব্লু – প্রিন্ট তৈরি হয় এই দিনের এই বৈঠকে। ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের আগেই সিবিআই বড় ধরনের কোনো তল্লাশি করতে পারে বলে সূত্রের খবর।এদিকে সিবিআই -এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই।