জেলা

মালদা কাণ্ডে ৪ অফিসারকে ক্লোজ করল জেলা পুলিশ

 পাকুয়াহাটের নারী নির্যাতনের ৯ দিন পর চার পুলিশ অফিসারকে ক্লোজ করল জেলা পুলিশ।  সূত্রের খবর,  ক্লোজ করা হল পাকুয়াহাট থানার আইসি জয়দীপ চক্রবর্তী, নালাগোলা পুলিশ ফাঁড়ির ওসি মৃণাল সরকার, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাস এবং এএসআই সঞ্জয় সরকারকে।  পাকুয়াহাটে চুরির অভিযোগে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। ওই দুই নির্যাতিতাকেই গ্রেফতার করা নিয়েও প্রশ্নের মুখে পড়েছে পুলিশ।  জাতীয় মহিলা কমিশন ঘটনার তদন্তে আসছেই শীঘ্রই। তার  আগেই জেলা পুলিশ ওই চার অফিসারকে ক্লোজ করল। বিরোধীদের অভিযোগ  এটা আসলে ঘটনা ধামাচাপা দেওয়ারই কৌশল।