কলকাতা

যাদবপুরে মাও সংগঠন রয়েছে, এনআইএ তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী

 যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর এনআইএ তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, যাদবপুরে মাওবাদী সংগঠনের আধিপত্য রয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার। অভিযুক্তদের বিরূদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগ করার আর্জিও জানিয়েছেন তিনি। সম্প্রতি, হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন যাদবপুরের এক প্রাক্তনী। সেখানেও তিনি সিবিআই, এনসিবির পাশাপশি এনআইএ তদন্তের দাবি করেছেন। এবার এই একই ইস্যু নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার আদালতে এই কথা জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।