খেলা

প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

ক্যানসারের কাছে হার মানলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক ৷ জিম্বাবোয়ের এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৷ শেষমেশ ক্যানসারের কাছে পরাজিত হতে হল ক্রিকেট কিংবদন্তিকে ৷ ৬৫টি টেস্ট এবং ১৮৯টি আর্ন্তজাতিক একদিনের ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ৷ নয়ের দশক জুড়ে জিম্বাবোয়ে ক্রিকেটের সোনালি দিনে হিথ স্ট্রিক ছিলেন যাবতীয় সাফল্যের অন্যতম কারিগর ৷ তাঁর সতীর্থ হেনরি ওলোঙ্গা সামাজিক মাধ্যমে এই খবর দিয়েছেন ৷পরিবারের তরফে হিথ স্টিকের মৃত্যুর খবরে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞর অধীনে হিথ স্ট্রিকের চিকিৎসা চলছিল ৷ ক্রিকেট মাঠের মতোই একইরকম লড়াকু মানসিকতা নিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত তা থেমে গেল ৷ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সমসাময়িক ক্রিকেটাররা ৷ বর্তমান প্রজন্মের ক্রিকেটাররাও শোকাহত ৷ প্রয়াত ক্রিকেটারের সতীর্থ হেনরি ওলোঙ্গা শোকবার্তায় লিখেছেন, দুঃখের খবর, হিথ স্ট্রিক জীবনের অন্য পারে চলে গেলেন ৷ শান্তিতে থেকো, কিংবদন্তি ক্রিকেটার ৷ আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডার ৷ তোমার সঙ্গে খেলাটা একটা সৌভাগ্যের বিষয় ৷ আমার বোলিং শেষ হলে তোমার সঙ্গে দেখা হবে, অন্য পারে… ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার আর অশ্বিন, হিথ স্ট্রিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, হিথ স্ট্রিক আর নেই ৷ সত্যিই দুঃখজনক